,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর সংঘর্ষে নিহত ২, আহত ৪ ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ যায়যায়দিনের নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফার ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক

বিশিষ্ট ঠিকাদার ও সকলের প্রিয় মুখ ইকবাল হোসেন চন্দনের কুলখানি অনুষ্ঠিত

IMG 20210318 235950

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম পাইকপাড়ার কৃতি সন্তান বিশিষ্ট ঠিকাদার সজ্জ্বন ব্যক্তিত্ব ইকবাল হোসেন চন্দনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর শহরের প্রাণ কেন্দ্র পৌর কমিউনিটি সেন্টারে বন্ধু মহলের আয়োজনে এই কুলখানির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, বিজয় নগর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, চিত্র সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীরাসহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন টেংকের পাড় জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর। উপস্থিত সবাই ইকবাল হোসেন চন্দনের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে করা দোয়ায় শামীল হন। এদিকে সকলের প্রিয় সদা হাস্যেজ্জল এই ব্যক্তিকে হারিয়ে তার সুহৃদদের ছোখে মুখে ছিল বেদনার ছাঁপ। উল্লেখ্য, ইকবাল হোসেন চন্দন গত ০৫/০৩/২০২১ ইং তারিখ শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। পরে টেংকের পাড় নামাজে জানাযা শেষে…..দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

Sorry, no post hare.