,
শিরোনাম:
শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে হামলা, ৪ ছাত্র আহত। টিকেটে কালোবাজারি আটক কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রসুলপুর মানব কল্যান যুব সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Untitled 1 1

“ঈদ আনন্দ হউক সবার” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় রসুলপুর মানব কল্যান যুব সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে নবীনগর উপজেলার রসুলপুর গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ নোয়ার মোল্লা, সমাজসেবক রমজান আলী সর্দার, নাসির মোল্লা, মোঃ মদন মোল্লা, নেহের মোল্লা, মোঃ আবু তাহের মিয়া, মোঃ হুমায়ুন মোল্লা, মোঃ রুস্তম মিয়া প্রমূখ। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মুফতি আসরাফুল ইসলাম বিল্লাল, জাফর আলী মোল্লা, সোহেল মোল্লা, মোঃ কিবরিয়া মোল্লা, মোঃ আবু কালাম মিয়া, মোঃ সিরাজ মিয়া, জীবন মোল্লা, সাইফুল মোল্লাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা, সংগঠনটির উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পরে অতিথিবৃন্দ ৩ শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, সেমাই, চিনি, পেঁয়াজসহ নানা উপকরণ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি পরিচালনা করা হয় এলাকার যুবকবৃন্দ ও প্রবাসীদের সহযোগিতায়। সংগঠনের উদ্যোগে কেবল ঈদ সামগ্রীই নয় বিভিন্ন সময়ে মানুষের সেবায় সংগঠনটি এগিয়ে গেছে। আগামী দিনেও আমরা আমাদের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রাখব।

শেয়ার করুন

Sorry, no post hare.