,
শিরোনাম:
শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মাদকসেবীকে সাজা সরাইলে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি ব্যবসায়ীদের হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলার কমিটি গঠিত আব্দুস সাত্তার সভাপতি \ মুখলেছুর রহমান সাধারণ সম্পাদক সরাইলে দুই ভুয়া পুলিশসহ গ্রেপ্তার-৮ বিজিবির অভিযানে বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রসুলপুর মানব কল্যান যুব সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Untitled 1 1

“ঈদ আনন্দ হউক সবার” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় রসুলপুর মানব কল্যান যুব সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে নবীনগর উপজেলার রসুলপুর গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ নোয়ার মোল্লা, সমাজসেবক রমজান আলী সর্দার, নাসির মোল্লা, মোঃ মদন মোল্লা, নেহের মোল্লা, মোঃ আবু তাহের মিয়া, মোঃ হুমায়ুন মোল্লা, মোঃ রুস্তম মিয়া প্রমূখ। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মুফতি আসরাফুল ইসলাম বিল্লাল, জাফর আলী মোল্লা, সোহেল মোল্লা, মোঃ কিবরিয়া মোল্লা, মোঃ আবু কালাম মিয়া, মোঃ সিরাজ মিয়া, জীবন মোল্লা, সাইফুল মোল্লাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা, সংগঠনটির উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পরে অতিথিবৃন্দ ৩ শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, সেমাই, চিনি, পেঁয়াজসহ নানা উপকরণ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি পরিচালনা করা হয় এলাকার যুবকবৃন্দ ও প্রবাসীদের সহযোগিতায়। সংগঠনের উদ্যোগে কেবল ঈদ সামগ্রীই নয় বিভিন্ন সময়ে মানুষের সেবায় সংগঠনটি এগিয়ে গেছে। আগামী দিনেও আমরা আমাদের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রাখব।

শেয়ার করুন

Sorry, no post hare.