,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ লাশ হাসপাতালে রেখে শ্বশুর বাড়ির লোকজনের পলায়ন ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস আখাউড়ায় আওয়ামীলীগের সভাপতিকে মারধোরের ঘটনায় পৌর কাউন্সিল ইব্রাহিমসহ গ্রেপ্তার-৭, মামলা দায়ের ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস শুভনের জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ পৌর ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অ্যাম্বুলেন্স চালক নিহত

মোবাইলে ভিডিও দেখতে দেখতে ছাদ থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু।

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে মোবাইলে ভিডিও দেখতে দেখতে ছাদ থেকে পড়ে গিয়ে সাইফুল ইসলাম বিপুল (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মে) রাতে শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোড এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল নারায়ণগঞ্জ জেলার গলাচিপা উপজেলার হেলাল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে ম্যানেজার পদে চাকরি করতেন৷
তিনি গত ২৮ রমজানে ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। কাল তিনি তার স্ত্রী হাবিবা আক্তার শায়লাকে নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিল।
নিহতের পরিবার জানায়, পৌর এলাকার একটি পাঁচতলা ভবনের আত্নীয় স্বজনদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিপুল। এ সময় ছাদে আড্ডার ফাঁকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায়৷
পরে আহত অবস্থায় বিপলকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুনকে মৃত ঘোষণা করেন৷
নিহতের ভাই জাবেদ মিয়া বলেন, গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার গলাচিপা উপজেলার হেলাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম বিপুলের সাথে তার ছোটবোন হাবিবা আক্তার শায়লার ৩লাখ টাকার কাবিননামায় পারিবারিক ভাবে বিয়ে হয়। এ প্রথম বিয়ের পর শ্বশুর বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসেছিল বিপুল। তার বোনের জামাইয়ের মৃত্যু সে মেনে নিতে পারছেন না।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জানতে পারি ৫তলা ভবন থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ওয়েব ডিজাইন ঘর

Sorry, no post hare.