,
শিরোনাম:
ব্রাহ্মনবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫০ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার \ গ্রেপ্তার-৮৬ ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেমের টানে ইউক্রেনের প্রকিপ ব্রাহ্মণবাড়িয়ায়, করলেন বিয়ে ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন। কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটোচালককে খুন, ১০ দিন পর লাশ উদ্ধার রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি

আখাউড়ায় সাবেক চেয়ারম্যান ও তার জামাতার বিচার দাবি

received 2051673741653023

জুয়েল মিয়া,আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দে জোরপূর্বকভাবে জায়গা দখল করে মাটি বিক্রি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার সকালে মনিয়ন্দ দীঘির জান বাজারে ওই সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু বক্কর চৌধুরী বলেন,মাহবুবুল আলম দীপক চৌধুরী ও তার জামাতা আশরাফুল আলম জনি চৌধুরি জোরপূর্বক ভাবে আমার মালিকীয় ভূমি হতে প্রায় ২০ ফুট গভীর ৭ লক্ষ টাকার মাটি ড্রেজার দিয়ে কাটিয়া চুরি করে বিক্রি করে।
তিনি আরও বলেন,মনিয়ন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম দীপক চৌধুরী গং জোর পূর্বক ভাবে ধানের ফসলের জমির মাটি কেটে নেয় এবং হিন্দুদের শ্মশানের জায়গা ও সরকারী খাল দখল করে অবৈধ ভাবে ভরাট করে বিক্রি করেছে।এসময় তিনি স্থানীয় প্রশাসন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের
বীর মুক্তিযোদ্ধা ধন মিয়া অভিযোগ করে বলেন,চেয়ারম্যান হিন্দুদের শ্মশানের জায়গা ও খাল দখল করে ভরাট করে বিক্রি করেছে।
বাছির মিয়া নামে আরেকজন বলেন,জনি দীপক চেয়ারম্যানের সহায়তায় দুই লাখ ফুট মাটি বিক্রির চুক্তি করে মাত্র সত্তর হাজার ফুট মাটি দিয়ে বাকি মাটি দেয়নি।
সাদিকুর রহমান চৌধুরী বলেন,তিন বছর আগে জনি ও তার সন্ত্রাসীরা আমার উপর বর্বর হামলা করেচার বছর ধরে পুকুর দখল করে রাখছে,বাগানের গাছ বিক্রি করছে এবং তিন বিঘা জমি জোর করে দখল করে মাটি বিক্রি করেছে।
এসময় এলাকার লোকজন অভিযোগ করে বলেন,এলাকার নীরিহ মানুষদের ভয় দেখিয়ে তাদের জায়গা থেকে মাটি বিক্রি করে। এলাকায় ভূমিদস্যু হিসেবে তারা পরিচিত।
সংবাদ সম্মেলনে মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলমগীর ভূইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Sorry, no post hare.