খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তা-বে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টশনের দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবী জানিয়ে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোট। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেয়া হয়। স্মারক লিপিতে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টশনকে পুণরায় বি ক্যাটাগরিতে রুপান্তর করণ, ক্ষতিগ্রস্থ সকল অফিসে নাগরিক সেবা নিশ্চিতসহ তান্ডবের সাথে জড়িদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়া আনার দাবী করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম, সদস্য সচিব প্রবীর চৌধূরী রিপন, জেলা সাম্যবাদী দলের সভাপতি সাহানুর ইসলাম,বাংলাদেশ জাসদের জেলা সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন, জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক আবুল কালাম নাঈম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ জেলা কমিটির সদস্য সচিব সোহেল সরকার ,ঐক্য ন্যাপের শিব চরন দাস প্রমুখ।
শেয়ার করুন