,
শিরোনাম:
নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া বিজয়নগরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী

Brahmanbaria Bijoynagar pic 6
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ফেসবুকে এখন সমালোচনার ঝড়। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নি¤œমানের ইটের খোয়া ও পুরাতন পিচ দিয়ে কাজ করছেন ঠিকাদার। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উপজেলার সিংগারবিল হতে হরষপুর ভায়া মির্জাপুর পর্যন্ত ১৯কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭কোটি ১০লাখ টাকা। কাজটি যৌথভাবে পেয়েছেন মেসার্স মোস্তফা কামাল ও মাহাবুব ট্রেডার্স নামে দুই ঠিকাদার প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, মেরামত কাজে যে মালামাল ব্যবহৃত হচ্ছে সেগুলো আগের কাজের ব্যবহৃত মালামাল। আগের ব্যবহৃত ইট ও পিচ তোলে সেই মালামাল নতুন নিম্মমানের ইটের খোয়ার সঙ্গে মিশিয়ে কাজ করা হচ্ছে। আবার অনেক জায়গায় বালু না দিয়েই ইটের খোয়া ফেলে কাজ করা হচ্ছে। আগের কাজের পিচ ও ইটের খোয়ার সঙ্গে ময়লা-আবর্জনাসহ রোলারের ব্যবহার সঠিক হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
বিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী ও সমাজসেবক আশরাফুল ভূইয়া সুমন জানান, আমাদেরএমপি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী উন্নত মানের কাজ হওয়ার জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ এনেছেন সরকার থেকে। যেন ভাল ভাবে কাজটি সম্পূর্ন হয়। অথচ রাস্তায় খুবই নিম্নমানের কাজ হচ্ছে। আগের ব্যবহৃত পুরাতন রাস্তার পিচ ও ইটগুলো তোলে সেই ইটের খোয়া দিয়েই রোলার দিয়ে চাপিয়ে কাজ করা হচ্ছে। পুরাতন ইট হাতের আঙুল দিয়ে টিপ দিলেই গুঁড়া হয়ে যাচ্ছে। বৃষ্টি আসলে কয়েকদিনের মধ্যেই এই রাস্তা আবার ভেঙে যাবে। রাস্তায় ইটের খোয়া ও বালুর পরিমাণে ও নিয়ম মানা হচ্ছেনা। স্থানীয়জন প্রতিনিধি, প্রশাসন, সংশ্লিষ্টবিভাগ এ ব্যাপারে ভূমিকা নেওয়ার প্রয়োজন।
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এমমাহাবুব হোসাইন বলেন, রাস্তাটি সংস্কারে যে পরিমাণ নিম্নমানের কাজ হচ্ছে, তা জীবনেও দেখিনি। বর্তমানে পুরাতন ইটের খোয়া, পুরাতন পিচ ও নতুন যে নিম্মমানের মালামাল দিচ্ছে তা কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা আগের মতো হয়ে যাবে। তিনি আরো বলেন, আমার কাছে অনেকেই অভিযোগ দিয়েছে। আমি নিজেও ফেসবুকে পোষ্ট দিয়েছি রাস্তা নিম্মমানের হওয়ায়। আমি স্থানীয় চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের নেতাবৃন্দ উপজেলা প্রকৌশলীকে অভিযোগ জানিয়েছি। এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই কাজের সঙ্গে জড়িতদের বিভাগীয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন নয়তো বেশি দিন রাস্তাটি টিকবেনা।
ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের তদারকির দায়িত্বে থাকা মারুফ আহম্মেদ রনি বলেন, আপনি সাংবাদিক উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করেন। তিনি আরো বলেন, কাজ ১২ দিন হলো শুরু হলেও তিনি মাত্র দুই দিন পরিদর্শন করে আসছে। উপজেলা ইঞ্জিনিয়ার অফিস কাজ তদারকি করছে। মেসার্স মোস্তফা কামাল প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ দানা মিয়াকে নিম্মমানের কাজের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষের অভিযোগ থাকতে পারে। আমরা বাঙালিদের কাজই হলো অভিযোগ দেওয়া। কাজ ভাল হচ্ছে বলে তিনি দাবী করেন। বিজয়নগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আনিছুর রহমান বলেন, আমার কাছেঅনেকেইঅভিযোগ দিয়েছে। আমি গিয়ে দেখে আসছি ও বলে দিয়েছি যেন ভাল ভাবে কাজ করা হয়। রাস্তার কাজ যদি খারাপ হয় আমি বিল আটকিয়ে দিবো।
বিজয়নগরউপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, ফেসবুকের মাধ্যমে ও স্থানীয় কয়েকজন অভিযোগ দিয়েছে। রাস্তাটি গুরুত্বপূর্ণ আমি নিজে গিয়ে দেখে এমপি মহোদয়কে জানাবো এবং উপজেলা প্রকৌশলীকে ভালভাবে তদারকি করারজন্য নির্দেশ দিব।
শেয়ার করুন

Sorry, no post hare.