খবর সারাদিন রিপোর্ট : করোনা মহামারীতে সাধারন মানুষের মধ্যে ন্যায্যমূল্যে পন্য সরবরাহের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার করোনা পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষের দুর্দশার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবির মাধ্যমে এ বিপনন কার্যক্রম শুরু করা হয়। এ সব পণ্যের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। প্রতিকেজি চিনি ৫৫ টাকায়, ডাল ৫৫ টাকায় এবং সয়াবিন তেল লিটার প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা সদরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, টেংকের পাড় ও বঙ্গবন্ধু স্কয়ারের মুক্ত মঞ্চে এই ৩টি স্থানে সাধারণ মানুষ লাইনে দাড়িয়ে ন্যায্যমূলের এসব পন্য সংগ্রহ করছে। নির্বাহী মেজিষ্ট্রেট ইমামা বারী জানান, জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সামাজিক দুরুত্ব রেখে ও স্বাস্থ্যবিধি মেনে টিসিবির কার্যক্রম পরিচালিত হচ্ছে
শেয়ার করুন