খবর সারাদিন রিপোর্ট : করোনার সংক্রমণ রোধে ঈদ শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফের সরকারি বিধি নিষেধ শুরু হয়েছে। বিধি নিষেধের আলোকে সরকার নির্দেশিত জরুরী সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ও পরিবহনসমূহ ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকেই গনপরিবহন, বিভিন্ন, মার্কেট, শপিং কমপ্লেক্সসহ নির্দেশিত প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকতে দেখা গেছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটিতে বাড়িতে আসা যাত্রীরা ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌছতে দুর্ভোগে পড়েছেন। এছাড়াও চলাচলে বিধিনিষেধের কারণে শহরে মানুষের উপস্থিতি অনেকটা কম। পাশাপাশি শহরে রিক্সা, অটোরিক্সাসহ ছোট আকারের যান চলাচল করছে। পুলিশ শহরের বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোষ্ট বসিয়ে সাধারণ মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ করছে। তবে অনেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক ছাড়া ঘুরাফেরা করছে। এদিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অলি, গলি, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।
শেয়ার করুন