খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রেম করে বিয়ের ৬মাসেই স্বামীর অত্যাচার সইতে না পেরে রুপালী (২০) নামে এক নববধু আত্মহত্যা করেছে। শনিবার রাতে আশুগঞ্জ শহরের আলকাছ মিয়ার পাথর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুপালী ওই এলাকার লিটন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে আশুগঞ্জের বড় মসজিদ রোডের ফারুক মিয়ার ছেলে সিএনজি চালক সোহাগ মিয়ার সাথে লিটন মিয়ার মেয়ে রুপালীর প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহাগ মিয়া ও রুপালীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত। এর জের ধরে শনিবার দুপুরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগড়া হলে বিকেলে স্বামীর বাড়ি থেকে রুপালী বাবা বাড়ি চলে আসে। এরপর রাতে বিষ খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন রুপালীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সোহাগ রুপালীকে বিভিন্ন ভাবে নিযার্তন করত। আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আশুগঞ্জ থানার এসআই শ্রীবাস দাশ জানান, বিষ খেয়ে রূপালী নামে এক স্ত্রী আত্মাহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মেয়ের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।