,
শিরোনাম:
ব্রাহ্মনবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ বছরে ১৫০ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার \ গ্রেপ্তার-৮৬ ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেমের টানে ইউক্রেনের প্রকিপ ব্রাহ্মণবাড়িয়ায়, করলেন বিয়ে ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন। কসবায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটোচালককে খুন, ১০ দিন পর লাশ উদ্ধার রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি

বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নাম ব্যবহার করে নানা অপকর্মের অভিযোগ

IMG 20210817 083932
খবর সারাদিন রিপোর্ট : বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি পরিচয় দিয়ে ভূমি দখল ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের বিরুদ্ধে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগেরও সদস্য। তবে তাকে দল থেকে বহিস্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ।

অপকর্মের জন্য তাঁর শাস্তি চেয়ে সোমবার (১৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করেছে লাউরফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল্লা আল মাছুম।
তিনি বলেন, ভূইফোঁড় সংগঠন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি পরিচয় দিয়ে ব্যারিস্টার জাকির দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তিনি নিজের ছবি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথে ছবি সংযোজন করে সেই ছবি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালক হয়ে শত কোটির টাকার মালিক হয়েছেন জাকির। তিনি হিন্দুদের শশ্মান ও সম্পতি দখল করেছেন।
তিনি আরও বলেন, শশ্মানের জায়গা দখল করে মাটি কেটে নিজের ব্যক্তিগত কলেজ মাঠ ভরাট করেছেন জাকির। অগ্রণী ব্যাংকের পরিচালক হবার পর নিজ এলাকায় ১০ বিঘার বাড়ি ৫০ বিঘার মালিক হয়ে যান। বিএনপি ও জামায়াতের সহযোগীতায় ২০০৬ সালের ১৫ আগস্ট ২০০৬ সালে জাতীয় শোক দিবসে আলোচনা সভায় হামলা চালায় ব্যারিস্টার জাকির ও তার বাহিনী।
তবে অভিযোগ অস্বীকার করে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাথেও এখন আর কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আওলাদ হোসেন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, লাউরফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন

Sorry, no post hare.