খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রবিউল হক মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমূখ। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় প্রযুক্তি নির্ভর গবেষনার মাধ্যমে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির মৎস্যের প্রজনন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম,এ,এইচ মাহবুবসহ ৩ জন সেরা মৎস্য চাষীকে পুরস্কৃতক করা হয়। পরে অতিথিবৃন্দ কাউতলী তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে।
শেয়ার করুন