,
শিরোনাম:
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত \ সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি কোলে পিঠে করে মানুষ করা ফারহানই পুড়িয়ে মারল শারমীনকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘন্টা কর্মবিরতি পালন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, আটক ১ বিভিন্ন ধরনের মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুগঞ্জে মেঘনার তীর দখল করে অবৈধ জেটি নির্মান \ ঝুঁকিতে দুটি বিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদশ জাতীয় পার্টি সংসদ দখল করবে…….সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন

আখাউড়া স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি

received 324872459417905

জুয়েল মিয়া,আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো পেঁয়াজ আমদানি হয়েছে। ঢাকার শওগাত ট্রেড ইন্টারন্যাশনাল ২৪ দশমিক ২৫০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করেন।
রোববারে (২৯ আগস্ট)আমদানিকৃত পেঁয়াজ স্থলবন্দরের গুদাম থেকে খালাস করে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দরে আন্তঃবাণিজ্য সম্প্রসারণে ১৯৯৪ সালে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়।
যাত্রা শুরুর পর দীর্ঘ ২৭ বছর পর ভারত থেকে এ স্থলবন্দর দিয়ে প্রথম পেঁয়াজ আমদানি করা হয়েছে।টন প্রতি ৬১১২.২৯ ডলারে ২৪.২৫০ মেট্রিক টন পেয়াজ আমদানি করেছে আমদানিকারক প্রতিষ্ঠান শওগাত ট্রেড ইন্টারন্যাশনাল। যার মুল্য ৬৫৮২৯৯ টাকা।
আখাউড়া স্থলবন্দরের মা’মনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পিঁয়াজ আমদানি কারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ মো. ইলিয়াস মিয়া বলেন, আখাউড়া বন্দর চালু হওয়ার পর প্রথমবারের মতো ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে। এতে করে বন্দরের কার্যক্রম গতিশীল হবে এবং দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম কমবে বলে তিনি জানান।
আখাউড়া স্থলবন্দর সুপার মোঃ সামাউল ইসলাম বলেন, পেঁয়াজ আমদানী থেকে বন্দরের মাসুল আদায় হয়েছে ৪ হাজার ৫১১.৮২ টাকা। আমদানী বেশি হলে বন্দরের মাশুল এবং রাজস্ব আয় বাড়বে।

শেয়ার করুন

Sorry, no post hare.