,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আখাউড়ায় ওসি গুজব ছড়ালেই ব্যবস্থা, কাউকে ছাড় দেয়া হবেনা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভা পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলাকারীদেরকে গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন অনুষ্ঠিত কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেশীয় অস্ত্রসহ সরাইলে ৫ ডাকাত গ্রেপ্তার নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সম্মেলনে অধ্যাপক সেলিম ভ‚ইয়া ভারতের সাথে হাসিনা সরকারের যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তি বাতিল করতে হবে সরাইলে মাহফিলের নামে গান-বাজনা বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত ডাকাতি প্রস্তুতিকালে আশুগঞ্জে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৩

প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ ফেরত ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ছবি ১

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ ফেরত এবং হয়রাণিমূলক মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালিসীমা গ্রামের মোঃ বশির, নাসির উদ্দিন, শিল্পী বেগম প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বড় কালিসীমা গ্রামের জনতা ব্যাংকের কর্মকর্তা শহীদুল হক ও তার পরিবারের লোকজনসহ একটি প্রতারক চক্র বিদেশ পাঠানো ও ব্যবসা করার কথা বলে শালগাঁও, কালিসীমা ও সিন্দুউড়াসহ আশ পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ থেকে নানা কৌশলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। পরে নির্দিষ্ট সময়ের পর টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকী দেয়। এছাড়াও ভূক্তভোগীরা অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ায় ওই চক্রটি তাদের নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা দ্রুত মামলা প্রত্যাহারসহ পাওনা টাকা ফেরত পাওয়ার দাবী জানান। পরে শহীদুলসহ প্রতারক চক্রের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ওই এলাকার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.