,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার ৫৮০ মন্ডপে হবে দুর্গাপূজা

IMG 20210927 000934
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর ৫৮০টি দুর্গা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রবিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ প্রস্তুতি সভা হয়। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। এ সময় সব কয়টি উপজেলার নির্বার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সহকারি কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৫৯ টি পূজা অনুষ্ঠিত হয়। এবার পূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সভায় স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও বিকেলে স্থাণীয় সার্কিট হাউজ মিলনায়তনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে জেলা পূজা উদযাপন নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা করা হয়েছে। এতে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা বিধানসহ পূজা মন্ডপের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা করা হয়।
শেয়ার করুন

Sorry, no post hare.