,
শিরোনাম:
অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নাসিরনগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মিলনে ড. মনজুর আহমেদ চৌধুরী ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে স্থগিত সব ট্রেনের যাত্রা বিরতির দাবী, অন্যথায় রেলপথ অবরোধ

IMG 20211003 005020
খবর সারাদিন রিপোর্ট : গত ২৬-২৮ মার্চ হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কারসহ সব স্থগিত ট্রেনের যাত্রাবিরতি আগামী ৯ অক্টোবরের মধ্যে নিশ্চিতের দাবীতে মানবনন্ধন করেছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ। শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক সাংবাদিক এডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও  বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাসির, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যোৎ নাগ, জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযুষ কান্তি আচার্য্য, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, জেলা কৃষক খেতমজুর সমিতির সভাপতি আবদুস সোবহান মাখন, বিজয়নগর  ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, কমরেড নজরুল ইসলাম, জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেলাবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কারের নামে কর্তৃপক্ষ সময়ক্ষেপন করে জেলাবাসীকে শিক্ষা দেয়ার হঠকারী পন্থা অবলম্বনের  মধ্য দিয়ে রেলপথ অবরোধের দিকে ঠেলে দিচ্ছে। আগামী ৯ অক্টোবরের মধ্যে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতের জোর দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচীর ডাক দেয়া হবে বলে জানান।
শেয়ার করুন

Sorry, no post hare.