,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর সংঘর্ষে নিহত ২, আহত ৪ ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ যায়যায়দিনের নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফার ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক

ঈদে মিলাদুন্নবীতে জশনে জুলুস করতে না দেওয়ার অনুরোধ ব্রাহ্মণবাড়িয়ার আলেমদের।

IMG 20211015 221956

খবর সারাদিন রিপোর্ট : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো জশনে জুলুস করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আলেম-ওলামারা। আজ শুক্রবার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় জামিয়া দারুল আরকাম আল ইসলামিয় মাদ্রাসার হলরুমে এক সংবাদ সম্মেলন করে তারা এ আহ্বান জানান। এছাড়াও কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান আলেম-ওলামারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মুবারক উল্লাহ বলেন, আগামী ২০ অক্টোবর কতিপয় বিদাআত বিশ্বাসী লোকজন তথাকথিত জশনে জুলুস করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ১৯৭৪ সালে পাকিস্তানের এক ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর নামে জশনে জুলুস আবিস্কার করেন। মুসলমানদের ঈমান আক্বিদাহ বিনষ্ট করার উদ্দেশ্যে এই জশনে জুলুস পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে। মূলত মুসলমানদের খাঁটি ইসলাম পালন থেকে দূরে সরানোর পরিকল্পনা হিসেবে এই জশনে জুলুসের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, জশনে জুলুস যেহেতু ইসলামের আলোকে শরীয়ত সম্মত নয়, তাই ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস যেন কেউ না করতে পারে; সেজন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। জশনে জুলুসের নামে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার আলেমগণ ও তৌহিদী জনতা অপপরিকল্পনাকারীদের ব্যাপারে সোচ্চার আছেন।
সংবাদ সম্মেলনে জামিয়া দারুল আরকাম আল ইসলামিয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আলী আযম ও মুফতি এনামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.