,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ
খবর সারাদিন রিপোর্ট : সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভোলাচং স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবুল কালাম ভুইয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন রামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমত আলী হাজারী। সভায় সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, মাদকের ভয়াবহতা রোধে সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশী সচেতন হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি যারাই মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী দেন। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পাড়া মহল্লাসহ অলি-গলিতে মাদকের প্রবণতা বেড়ে গেছে। এতে অভিভাবকসহ সচেতন মহল শঙ্কিত।
শেয়ার করুন

Sorry, no post hare.