,
শিরোনাম:
অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নাসিরনগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মিলনে ড. মনজুর আহমেদ চৌধুরী ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে

সরাইলে কাগজপত্রবিহীন ১৪ মোটর সাইকেল আটক

Brahmanbaria Pic 0041
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাগজপত্রবিহীন ১৪টি মোটর সাইকেল আটক করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর এলাকার আশিকের চায়ের দোকানের সামনে থেকে এই মোটর সাইকেলগুলি আটক করা হয়।
বুধবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাজপুরের দুই ভাই চা স্টলে (আশিকের চায়ের দোকানে) ২২০ ধরনের চা বিক্রি করা হয়। প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিজয়নগর, সদর, আশুগঞ্জ, হবিগঞ্জ উপজেলার মাধবপুরসহ বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেলযোগে বিভিন্ন বয়সী লোকজন চা পান করতে আশিকের দোকানে আসে। এসব মোটর সাইকেলের বেশীর ভাগেরই কাগজপত্র থাকেনা।
মঙ্গলবার রাতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) সেহাবুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চায়ের দোকানের সামনে থেকে প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ১৪টি মোটর সাইকেল আটক করে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মোঃ ইমতিয়াজ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন

Sorry, no post hare.