,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আখাউড়ায় ওসি গুজব ছড়ালেই ব্যবস্থা, কাউকে ছাড় দেয়া হবেনা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভা পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলাকারীদেরকে গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন অনুষ্ঠিত কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেশীয় অস্ত্রসহ সরাইলে ৫ ডাকাত গ্রেপ্তার নানা কর্মসূচীর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সম্মেলনে অধ্যাপক সেলিম ভ‚ইয়া ভারতের সাথে হাসিনা সরকারের যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তি বাতিল করতে হবে সরাইলে মাহফিলের নামে গান-বাজনা বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত ডাকাতি প্রস্তুতিকালে আশুগঞ্জে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৩

ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

IMG 20211104 163252

খবর সারাদিন রিপোর্ট : দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ডাকঘর সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা তাদের জীবনকে বাজি লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরন্তরভাবে কাজ করে যায়। বহু ঘটনায় তারা সাধারণ মানুষকে রক্ষা করতে গিয়ে আত্মহুতি পর্যন্ত দিয়েছেন। তাই তাদের এই কর্মকান্ডকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্যবস্থাকে অত্যাধুনিক করণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। পর্যায়ক্রমে দেশের অগ্রযাত্রার সাথে সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেও আরো অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বক্তারা, বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে থাকা বিভিন্ন উদ্ধারকারী সরাঞ্জামসমূহ পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.