খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশেনের পক্ষ থেকে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত ও মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ. এম. জাকারিয়া। সভায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকে। আজকের সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অসহায় নারীরা স্বাবলম্বী হতে পারবেন। মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অসহায়দের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। পরে আলোচনা শেষে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা। এছাড়াও অনুষ্ঠানে মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর হাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য পদের সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন।
শেয়ার করুন