,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

আগামীকাল নাসিরনগরে ইউনিয়ন নির্বাচন, সব কেন্দ্রে নিবার্চনী সরঞ্জাম বিতরণ

bbaria nasirnagar ellection pic

খবর সারাদিন রিপোর্ট : আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নিবার্চন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নিবার্চনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নিবার্চন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে বুধবার উপজেলা নিবার্চন কার্যালয় থেকে নিবার্চনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে। দুপুরের পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কড়া নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রের সরাঞ্জাম বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী হালিমা খাতুন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁিকপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা । ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে বিজিবি,র‌্যাব,পুলিশ,আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিবার্চনে দায়িত্ব পালনে মাঠে থাকবেন। এদিকে ইউপি নিবার্চন উপলক্ষে থানা পুলিশের আয়োজনে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিবার্চনে দায়িত্ব পালনকারী আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় ১২৫টি কেন্দ্রে ও ৬শ’ ৩১টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১১৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও স্বতন্ত্রসহ ৬০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.