খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ^ টয়লেট দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ স্কাউট ও হারপিকের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সহিদুল ইসলাম, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের শুভেচ্ছা দূত চিত্রনায়ক রিয়াজ আহম্মেদ, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক, স্কাউট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ তারেক। এ সময় বক্তারা বলেন, সুস্থ টয়লেটে সুস্থ জীবন। কারণ অপরিচ্ছন্ন টয়লেট থেকে বিভিন্ন রোগ জীবানু মানব দেহে প্রবেশ করে থাকে। যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই সকলের উচিত সচেতনতার সাথে নিজ নিজ টয়লেটকে পরিচ্ছন্ন রাখা। আলোচনা সভার আগে একটি জনসচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ শিক্ষার্থীরা অংশ নেন।
শেয়ার করুন