,
শিরোনাম:
সদ্য গ্রেফতার গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

Brahmanbaria Joyeeta sommanona pic 9.12.2021
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখায় ৫ জন জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় তাদের এই সম্মাননা দেয়া হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানম, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত। এ সময় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তার প্রতিবাদী কণ্ঠের ফলেই নারীরা আজ দেশের বিভিন্ন উন্নয়নে নিজেদের যোগ্যতার প্রমান দিচ্ছে। বর্তমান সরকার বিশ্বাস করে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। সেই লক্ষ্যে সরকার নারীদের অগ্রযাত্রায় যুগান্তকারী ভূমিকা পালন করছে। এছাড়াও যারা জয়িতা হিসেবে আজ সম্মাননা নিচ্ছেন তারা সমাজের সকল নারীদের জন্য উজ্জল দৃষ্টান্ত। কারণ এই জয়িতারা সমাজের বিভিন্ন প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে সামাজিক, শিক্ষা, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নানা উন্নয়নমূলক ভূমিকা রেখেছেন। পরে অতিথিবৃন্দ সামাজের বিভিন্ন প্রেক্ষাপটে অবদান রাখায় পৌর মেয়র মিসেস নায়ার কবির, তুহুরা বেগম, মিথিলা জাহান নিপা, মারুফা আক্তার ও মোসাম্মত চাঁদনী আক্তারকে সম্মাননা ক্রেষ্ট ও উত্তোরিয় পরিয়ে দেন।
শেয়ার করুন

Sorry, no post hare.