খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জেলাজুড়ে ক্যাম্পেইন চলছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অভ্যন্তরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। পৌরসভার ৪১ টি কেন্দ্রে প্রায় ২৮ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রং ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হয়। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ৯৮টি ইউনিয়নে ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৯ হাজার ১৩৫ শিশু ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
শেয়ার করুন