খবর সারাদিন রিপোর্ট : আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এ দেশকে বহু পিছিয়ে দেয়া হয়েছিল। স্বাধীনতার এই ৫০ বছরে আওয়ামীলীগ সরকার ব্যতীত অন্যান্য সরকারে ২৫ বছরের শাসনামলে দেশের তেমন কোন উন্নয়ন ঘটেনি। যা আমাদেরকে বহু বছর পিছিয়ে দিয়েছে। তবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন সাধিত করেছেন। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। সে সাথে দেশের মানুষ আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষা, স্বাস্থ্য সেবা, ডিজিটালাইজেশন সেবাসহ সকল ক্ষেত্রেই সুফল ভোগ করছে। তিনি, সেলাই মেশিন প্রাপ্ত নারীদের সেলাই মেশিনের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে আহ্বান জানান। আলোচনা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জন নারীকে সংসদ সদস্য কর্তৃক বরাদ্দকৃত সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার বিভিন্ন ডেইরী ফার্মের ৩ জন খামারীর মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর ভেটেনারি হাসপাতাল।
শেয়ার করুন