খবর সারাদিন রিপোর্ট : হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন’ ও ‘বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি জহিরুল হক ভূইয়া’র সভাপতিত্বে ও ‘বিএমটিএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ বাপ্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান, ডাঃ সওকত হোসেন, বিএমএ জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তারা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। উল্লেখ্য গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হবিগঞ্জ সদর হাসপতালের সামনে দায়িত্বরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে নিহত হন হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম।
শেয়ার করুন