খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে প্রধান অতিথি থেকে দু’শ অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, যুগ্ম সম্পাদক রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ,এম সিরাজ, আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তবেই অসহায় দুঃস্থ মানুষদের কনকনে এই শীতে বস্ত্রের অভাবে কষ্ট করতে হবে না। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অসহায়দের পাশে দাঁড়াতে যে উদ্যোগ গ্রহন করা হয়েছে তা সকলের জন্য অনুকরণীয়। পরে অতিথিবৃন্দ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন