খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় নবীন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে ১৮ তরুণ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার দুপুরে উদ্যোক্তাদের নিয়ে গঠিত অনলাইন পোর্টাল “উদ্যোক্তা ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার” দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের এই পুরস্কার প্রদান করা হয়। শহরের মসজিদ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের ফরিদ উদ্দিন আহমেদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক। এতে উদ্যোক্তা ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা মোঃ ইউসুফ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের পরিচালক আল মামুন। এ সময় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূল বাজারে পণ্যের গুণগত মানের বিকল্প নেই। বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কঠিন পরিশ্রম ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগুতে হবে। তবেই তারা তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সফল হবে। পরে অতিথিবৃন্দ উৎপাদিত পন্যের গুনগত মান বজায় রাখাসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১৮ জন তরুন উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মাকসুদা চৌধুরী পলি।