,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

আখাউড়ায় ইউএনও’র হস্তক্ষেপে ভরাট থেকে রক্ষা পেল ‘পুকুর’

received 239685781665616

জুয়েল মিয়া, আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ নানা অপচেষ্টার পর অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের অনেক পুরনো একটি পুকুর।
আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুমানা আক্তার অভিযান চালিয়ে পুকুরটির ভরাট কাজ বন্ধ করে মালিকদের কাছ থেকে মুচলেকা নেন।

খবর নিয়ে জানা যায়,তারাগন পশ্চিম পাড়ার বাসিন্দা সাফা মিয়া ও সুমন মিয়ার পুকুরটি আল আরাফাহ ইসলামী ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে না পারায় নিলামসূত্রে রিপন মিয়াজী নামে একজন ব্যবসায়ী মালিক হয়। পুকুরটি ক্রয় করার পর একদল অসাধু সিন্ডিকেট নিয়ে মাটি ভরাট করে প্লট আকারে বিক্রয় করার সিদ্ধান্ত নেয় রিপন মিয়াজী। সে অনুযায়ী গত সোমবার সকাল থেকে স্থানীয় মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর দিয়ে মাটি বোঝাই করে পুকুরটি ভরাট করা শুরু করে।এই পুকুরটি ছাড়াও আরও কয়েকটি পুকুর ভরাট করার পায়তারা চালাচ্ছে বলেও জানা যায়।

স্থানীয় লোকজন জানান,দুই একরের চেয়ে বেশি জায়গায় অবস্থিত পুকুরটি যুগ যুগ ধরে আমরা নানা কাজে ব্যবহার করে আসছি।আশেপাশের এলাকায় অগ্নিকাণ্ড হলে ফায়ার বিগ্রেড এ পুকুর থেকে পানি সংগ্রহ করে। সারাবছর একক এবং যৌথ উদ্যোগে পুকুরটিতে প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়। পুকুরের আশেপাশের লোকজন গোসল করার কাজে ও এটা ব্যবহার করে।জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি।কিন্তু সেই আইনের কোন তোয়াক্কা করেনি তারা।

এবিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুমানা আক্তার জানান, সরকারী আইন অমান্য করে পুকুর ভরাটের খবর পেয়েছি। পরে অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করা হয়েছে। পুকুরের মালিকদের নিষেধ করে তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

 

শেয়ার করুন

Sorry, no post hare.