,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Brahmanbaria policy forum pic
”টেকসই আগামীর জন্য জেন্ডারসমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়। সকালে বাংলাদেশ সরকারের অংশদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও বৃটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাট ফরম ফর ডায়ালগ প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের উদ্যোগে সার্কিট হাউজের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন্নেসা ও প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। জেলা পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, শহর সমাজ সেবা কর্মকর্তা শরমিন রহমান চৌধুরী প্রমুখ। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ ৪০ জন সরাসরি ও ২০ জন ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন। এছাড়াও দিনটি পালনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌর সভা চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দূস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রবীন শিক্ষক নাঈমা জান্নাত প্রমূখ। আলোচনা সভা শেষে সমাজসেবা, শিক্ষা ও তৃণমূল নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় নারী নেত্রী এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রবীন শিক্ষক নাঈমা জান্নাত ও নারী সংগঠক গীতা রানী দাসকে সংবর্ধিত করা হয়।
শেয়ার করুন

Sorry, no post hare.