খবর সারাদিন রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপি ‘মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী’ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ প্রমুখ। “মাদক ও বাল্যবিবাহকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ‘মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী’ মেলায় মোট ৫০টি স্টল প্রদর্শিত হয়েছে।