খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৯ গুনীজনকে সম্মননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। এতে জেলা নাগরিক কমিটির সভাপতি ডাক্তার মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিউল আলম লিটন, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল্লাহ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমূখ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা।
আলোচনা সভা শেষে পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিউল আলম লিটন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট কর্তৃক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক আফরিন ফাতেমা জুইসহ ৯ জন গুনীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও জেলা নাগরিক কমিটির সভাপতি ডাক্তার মোঃ বজলুর রহমানকে প্রেসক্লাবের আজীবন সদস্য পদের সনদ প্রদান করা হয়।
শেয়ার করুন