খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলায় বাঁধা দেওয়ায় প্রতিবেশির লাঠির আঘাতে আসাদ খান (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।আজ শনিবার সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশি নুরজ্জামানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে প্রায়ই মোবাইল গেমস খেলে। আজ সকালে আসাদ খান বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন তার বাড়ির পেছনে মোবাইলে গেমস খেলছে। এসময় তিনি তাকে অনত্র গিয়ে খেলতে বললে বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শেয়ার করুন