অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সদর উপজেলার ছোটহরণ এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে মেরামত কাজ শেষ হলে পুণরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে ছোটহরণ এলাকায় ৩৯ নম্বর রেলসেতুর কাছে আপলাইনের রেললাইন বেঁকে যায়। স্থানীয় শিপন নামে এক তরুণ প্রথম বেঁকে যাওয়া রেললাইন দেখতে পায়। পরে সে লাল কাপড় দেখিয়ে আপলাইনে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের গতিরোধ করে। পরে খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘনাস্থলে গিয়ে রেললাইনে পানি ঢেলে ঠান্ডা করে রেললাইন মেরামতের কাজ শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার সাকির জাহান জানান, অতিরিক্ত গরমের জন্য রেললাইন বাকা হয়ে গিয়েছিল। মেরামত কাজ শেষ করে বিকেল ৪ টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শেয়ার করুন