নারীদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ৮ দিন ব্যাপী ফাস্ট ফুড প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের বীজ প্রত্যয়ন ভবনের হলরুমে কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যা ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শামীমা মুজিব। এ সময় নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তারসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের আত্মকর্মশীল করার মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহŸান জানান। কর্মশালায় ২০ জন নারীকে ফাস্ট ফুড বিষয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষক সিনথিয়া তানজীম।
শেয়ার করুন