,
শিরোনাম:
সদ্য গ্রেফতার গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা

নাসিরনগরে তিন অপহরণকারী গ্রেপ্তার \ টাকা উদ্ধার

Screenshot 1

খবর সারাদিন  রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের জালাল মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভলাকুট গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন-(৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোঃ শাহিনুর-(৩৪) ও একই এলাকার মৃত আবদুল মমিনের ছেলে আবদুর রাজ্জাক। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিরাসার বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী আলমগীর হোসেনকে প্রেমের ফাঁদে ফেলে মারিয়ার মা নামক এক মহিলা ও তার ৫/৬জন সহযোগী মিলে পৌর এলাকার পশ্চিম মেড্ডা পীরবাড়ি থেকে কৌশলে অপহরণ করে নাসিরনগর উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাক‚ট গ্রামের জালাল মিয়ার বাড়িতে নিয়ে যায়।

পরে ব্যবসায়ী আলমগীরকে আটকে রেখে প্রতারক চক্র আলমগীরের কাছ থেকে নগদ ১০ হাজার ও বিকাশের মাধ্যমে আরো ৯০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা ও আলমগীরের ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট রেখে আলমগীরকে ছেড়ে দেয়।
এ ঘটনায় আলমগীর হোসেন গত ৩ সেপ্টেম্বর শনিবার জেলা গোয়ান্দা পুলিশের কাছে একটি মামলা দায়ের করেন।

পরে জেলা গোয়েন্দা পুলিশ নাসিরনগর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ভলাকুট গ্রাম থেকে শনিবার রাতে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে। ও তাদের কাছ থেকে ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে বিকাশের মাধ্যমে নেয়া ৯০ হাজার টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন শাহ বলেন, এরা পেশাদার প্রতারক। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে লোকজনকে অপহরণ করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসছিলো। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Sorry, no post hare.