খবর সারাদিন রিপোর্ট:বিডি নিউজ টোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর সাংবাদিক রাজীব নূরসহ তার সহকর্মী সাংবাদিকদের ওপর ভ‚মিদস্যু সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেলে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর।
আবরনি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালানায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ নাগ, “৭২ এর সংবিধান পুণঃপ্রতিষ্ঠা কমিটির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোঃ জামাল, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক অ্যাডভোকেট মোঃ নাসির, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা শিকদার দীনা, অনুশীলনের সদস্য সচিব ওয়াহিদ শামীম, সাংবাদিক শাহাদত হোসেন ও মাসুক হৃদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের বানিয়াচংয়ে পেশাগত দায়িত্ব পালন করতে ভ‚মিদস্যুদের হামলায় রাজীব নূরসহ অপরাপর সাংবাদিকগন আহত হন। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন প্রণয়নেরও দাবি জানান।