,
শিরোনাম:
অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষনা একাংশের নেতা-কর্মীদের সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নাসিরনগরে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় তরী আয়োজিত নদী সম্মিলনে ড. মনজুর আহমেদ চৌধুরী ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে

তিনদিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্র উদয়

Brahmanbaria Pic 17 09 Uday scaled

খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় আলরাজ আলী ভূঁইয়া উদয় নামে এক স্কুল শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর পৌর এলাকার কান্দিপাড়ার বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় উদয়ের বাবা মো. আলমগীর ভূঁইয়া থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন।
পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের বাসিন্দা ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ায় বসবাসরত আলমগীর ভূঁইয়ার ছেলে উদয় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পড়ালেখা সংক্রান্ত বিষয়ে পরিবার থেকে চাপ দিলে সে গত ১৫ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির আশেপাশের সিসি টিভির ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায় বাড়ি থেকে বের হওয়ার পর অনেকক্ষণ সে এলাকায় ছিলো। উদয় বাড়ি না ফিরে আসায় ওই দিনই তার বাবা সদর থানায় জিডি করেন। এছাড়া লিফলেটও বিতরণ করা হয়। তবে শনিবার বিকেল নাগাদ উদয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে একটি চক্র উদয়কে পাওয়া গেছে বলে প্রতারণার চেষ্টা করছে।
উদয়ের চাচা রবিন ভূঁইয়া জানান, পড়ার জন্য চাপ দেওয়ার পরই সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর খোঁজে পাওয়া যায়নি। স্থানীয়ভাবে থাকা সিসি টিভির ফুটেজ দেখে সে কোথায় গেছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

উদয়ের প্রতিবেশি ও তার গৃহ শিক্ষক দীপ্ত সাহা বলেন, ‘বাড়ি থেকে বের হওয়ার পরও সে এলাকায় ছিলো বলে সিসি টিভিতে দেখা যায়। কিন্তু এরপর কি হয়েছে আমরা বুঝতে পারছি না। পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও পায়নি।জিডির তদন্তকারি কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মোত্তালেব জানান, ওই শিক্ষার্থীর খোঁজে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। শিক্ষার্থীর নিজ এলাকার বাইরের সিসি টিভি ফুটেজ দেখা হবে। শিক্ষার্থীকে হারানোকে কেন্দ্র করে তার পরিবার যেন কোনো প্রতারকের খপ্পড়ে না পরে সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.