,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

শারদীয় দুর্গোৎসব নাসিরনগরে ১৫২টি পূজা মন্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

Brahmanbaria Pic 001 14 scaled

খবর সারাদিন রিপোর্টঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫২টি পূজা মন্ডপে সরকারি অনুদানের ৭৫.৫ মেট্টিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে।
আজ  বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার সভায়  ১৫২ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগনের কাছে সরকারি এই অনুদানের ডিও বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে এই ডিও বিতরণ করেন। প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চালের ডিও বিতরণ করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক লতিফ হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনাথ বন্ধু দাস । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩টি পূজা মন্ডপে ৪ হাজার টাকা করে, ১ জন অসচ্ছল ব্যক্তিকে ৮ হাজার ৫শ টাকা এবং ১ টি দূর্গা মন্দিরে ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি আইনশৃংখলা বজায় রাখার পাশাপাশি কোন অশুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশের বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সবাইকে সর্তক থাকার এবং প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার আহবান জানান।

শেয়ার করুন

Sorry, no post hare.