,
শিরোনাম:
ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সকালে মাছ রপ্তানী, ভারতে হোটেল সেবা বন্ধ আখাউড়ায় আমন সংগ্রহ অভিযান উদ্বোধন ইসকন নিষিদ্ধের দাবিতে নাসিরনগরে মানববন্ধন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাবের মানববন্ধন বিজিবির অভিযানে তিনদিনে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হামলা নয়, দুর্ঘটনার কবলে ভারত থেকে আসা যাত্রীবাহী বাস দুর্ঘটনাকে হামলা বলে অপপ্রচার চালানো দু:খজনক…সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিন জনকে সাজা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

Brahmanbaria Pic 003 2

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় “মাদককে না বলুন, খেলাধূলায় জীবন গড়–ন” শ্লোগানে গতকাল শুক্রবার ভোর ৬টায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে তিনটি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বয়সী দৌড়বিদ ৬০জন নারী-পুরুষ অংশ নেন।
শহরের লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে দৌড় শুরু হয়ে কাউতলী মোড় ঘুরে পুনরায় ট্যাংকের পাড়েই শেষ হয়। প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে ৬০জন নারী-পুরুষ অংশ নেন।

প্রতিযোগীতা শেষে লোকনাথ উদ্যানে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভ‚তিভ‚ষন দেবনাথ।

ম্যারাথনে অংশ নেয়া আফরোজা বাশার চুমকি বলেন, আমি ম্যারাথনে অংশ নিতে আখাউড়া উপজেলা থেকে এসেছি। এর আগেও ম্যারাথনে অংশ গ্রহণ করেছিলাম। অন্যান্য বারের তুলনায় এবার ম্যারাথনে মেয়েরা বেশি অংশ গ্রহন করেছে।

ম্যারাথনে অংশ নেয়া দুলাল ঘোষ বলেন, দৌড়ের কোনো বিকল্প নেই। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৌড়ে অংশ গ্রহন করে থাকি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ বলেন, বর্তমান সময়ে আমাদের সুস্থ থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রতিদিন হাঁটতে হবে। তিনি ম্যারাথনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সমন্বয়ক মোঃ রাজন মিয়া বলেন, এবারের ম্যারাথনে নারীদের অংশগ্রহন ইতিবাচক। এবার প্রথমধাপে ৫ কিলোমিটার, পরে বয়স ভিত্তিক আরো তিনটি ধাপে তিন কিলোমিটার ম্যারাথনেে আয়োজন করেছি।

 

শেয়ার করুন

Sorry, no post hare.