ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেে র্যাব -১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বগইর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্যবাহী একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মোঃ সাকিল-(২৭), বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের মোঃ হেলাল মিয়া- (১৯) ও একই উপজেলার আলাদাউদপুর গ্রামের মোঃ শাহআলম-(২৪)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব ভৈরব কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সকালে বগইর এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকসা আটক করে। পরে অটোরিকসায় তল্লাশী চালিয়ে ২০৩ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ববসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন