খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ বোতল বিদেশী হুইস্কি, ২২ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা. শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় উপজেলার শাহবাজপুর ব্রীজের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বুরুখারা গ্রামের মোঃ কফিল উদ্দিন-(২৯), একই এলাকার আকিকুল হক- (৩০), সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উপর গ্রামের মোঃ রুহুল আমিন-(২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের রমন সরকার- (২২)।
শুক্রবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে বলে স্বীকার করেছে। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।