খবর সারাদিন রিপোর্টঃ জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তামাক বিরোধী জোট ও ভিলেজ ডেভেলপমেন্ট সেন্টার (ভিডিসি)’র সার্বিক ব্যবস্থাপনায় অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব চত্ত্বরে ভিডিসির নির্বাহী পরিচালক এস.এম. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জাতীয়তাবাদী শ্রমিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হেবজুল বারী প্রমূখ। সভায় বক্তারা বলেন, তামাক কোম্পানীর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করণসহ তামাক নিয়ন্ত্রণ আইন কঠোর প্রয়োগের মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবী জানান। অবস্থান কর্মসূচীতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন