,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের কার্গো টার্মিনাল নৌপথে বাণিজ্যের প্রসার ঘটাবে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আশুগঞ্জে নারী পাচারকারী গ্রেপ্তার সরাইলে অটোরিকশা চালকরূপী ৩ ছিনতাইকারী গ্রেপ্তার \ ছিনিয়ে মালামাল উদ্ধার নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-২ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ যুবক-যুবতি গ্রেপ্তার লেবাননে বিমান হামলায় নিহত নিজামের এলাকায় শোকের ছায়া ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসাইন পতন মেনে নিতে পারেনি শেখ হাসিনা, তাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সদ্য গ্রেফতার গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রসূতির কোলজুড়ে এলো একসাথে ৪ সন্তান 

Brahmanbaria children pic
খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পর একই সাথে ৪ সন্তান প্রসব করেছেন রিপা বেগম (২৩) নামের এক প্রসূতি। সোমবার রাতে জেলা শহরের জেলরোডস্থ লাইফ কেয়ার শিশু ও  জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে নবজাতক গুলো প্রসব করে। রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী।
নবজাতক গুলোর মধ্যে ১টি ছেলে ও বাকী ৩টি মেয়ে। গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা জানান, প্রসূতি এর আগে একটি শিশু প্রসবের সময়ই মারা যায়। এরপর প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। বিকেলে প্রসব ব্যাথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে নরমাল ভাবে প্রসবের চেষ্টা করা হয়।
নরমালে সে একটি শিশু প্রসব করার পর তার আর লেভার পেইন বাড়েনি। পরবর্তীতে সিজারিয়ান করে বাকী তিনটি শিশুকে প্রসব করা হয়। আল্ট্রাসনোগ্রাফিতে এসেছিল গর্ভে ৩টি শিশু, কিন্তু আমার ধারণা ছিল ৪টি হবে। অবশেষে আল্লাহতালার রহমতে তা ই হলো। মা ও শিশুরা সবাই ভাল আছে।
৪ নবজাতকের পিতা সাগর আলী বলেন, ‘আমি বিদেশে থাকতাম। পরবর্তীতে দেশে ফিরে কৃষি কাজ করি। দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি।
পরে গত ২ বছর আগে আমার স্ত্রী গর্ভবতী হয়ে প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন ৪টি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল, তাতে আমি অনেক খুশি।’
ডাক্তার শারমিন সুলতানা জানান, বর্তমানে মা ও শিশুগুলো সুস্থ রয়েছে। তবে ওজন কম হওয়ায় শিশুগুলোকে ব্রাহ্মণবাড়িয়া শিশু হাসপাতালে ইনকিউভেটরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
শেয়ার করুন

Sorry, no post hare.