খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘দুর্যোগে আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজাহারুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ চন্দ্র পাল, অধ্যক্ষ ওমর আলী, পল্লী বিদ্যুতের এজিএম মোহাম্মদ শাহানুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক আবদুল হক ও প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ।
সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মোঃ নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প হলে করণীয়, কিভাবে উদ্ধার করে হাসপাতালে নিতে হয়, গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নেভাতে হয়, অগ্নিকান্ডের সময় করণীয় এবং কিভাবে আগুন নেভানো, নজেল ডিসপ্লেসহ দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশলের মহড়া প্রদর্শন করেন।