,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

জেলা পরিষদের নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Brahmanbaria Pic 001 8

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় সদস্য সমাপ্ত হওয়া জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের ২৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের ১৮জন ও সংরক্ষিত নারী আসনের ৫ জন সদস্য রয়েছেন।
জেলা পরিষদের ১নং সাধারণ ওয়ার্ডে (নাসিরনগর উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১৭০টি। এই ওয়ার্ডে ফারুক মিয়া (উটপাখী প্রতিক) ২ ভোট এবং মোঃ সাদেকুর রহমান (টিউবওয়েল প্রতিক) ১৬ ভোট পেয়ে জামানত হারান।

২নং সাধারণ ওয়ার্ডে (সরাইল উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১১৮টি। এই ওয়ার্ডে উত্তম কর্মকার (তালা প্রতিক) ১৩ ভোট ও মোহাম্মদ ইমরান মিয়া (বৈদ্যুতিক পাখা প্রতিক) কোন ভোট না পেয়ে (শুন্য ভোট) জামানত হারান।
৩নং সাধারণ ওয়ার্ডে (আশুগঞ্জ উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১০৭টি। এই ওয়ার্ডে  জিল্লুর রহমান (তালা প্রতিক) কোন ভোট পাননি (শুন্য ভোট) এবং মোঃ মনিরুজ্জামান খাঁন (টিউবওয়েল প্রতিক) ১ ভোট পেয়ে জামানত হারান।

৪নং সাধারণ ওয়ার্ডে ( সদর উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১৬১টি। এই ওয়ার্ডে আজহারুল ইসলাম (ক্রিকেট ব্যাট প্রতিক) ৩ ভোট, শাহাদাত খান (তালা প্রতিক) ১০ ভোট এবং সুধীর চন্দ্র ঘোষ (টিউবওয়েল প্রতিক) ১ ভোট পেয়ে জামানত  হারান।
৫নং সাধারণ ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১৩১টি। এই ওয়ার্ডে কাজী আশিকুর রহমান (টিউবওয়েল প্রতিক) ৬ ভোট এবং তফসিরুল ইসলাম (বক  প্রতিক) ২ ভোট পেয়ে জামানত হারান।

৬ নং সাধারণ ওয়ার্ডে (আখাউড়া উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ৮০টি। এই ওয়ার্ডে খন্দকার মোস্তাক আহমেদ (অটোরিকশা প্রতিক) ১ ভোট, মোহাম্মদ আলী ভ‚ইয়া (তালা প্রতিক) ১ ভোট এবং ইয়াছিন মিয়া (টিউবওয়েল প্রতিক) কোন ভোট না পেয়ে (শুন্য ভোট) জামানত হারান। ৭ নং সাধারণ ওয়ার্ডে (কসবা উপজেলা) মোট ভোট কাষ্ট হয় ১৪৩টি। এই ওয়ার্ডে আইয়ূব আলী ভ‚ইয়া (অটোরিকশা প্রতিক) ১ ভোট পেয়ে জামানত হারান।
৮নং সাধারণ ওয়ার্ডে (নবীনগর উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ২৮৫টি। এই ওয়ার্ডে আতিকুর রহমান (হাতি প্রতিক) ২ ভোট এবং সফিকুল ইসলাম  (বৈদুতিক পাখা) ৩ ভোট পেয়ে জামানত হারান।

৯নং সাধারণ ওয়ার্ডে (বাঞ্ছারামপুর উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ১৮৩টি। এই ওয়ার্ডে নূর মোহাম্মদ মোল্লা (ঘুড়ি প্রতিক) ৭ ভোট পেয়ে জামানত হারান।
সংরক্ষিত ১নং ওয়ার্ডে  (নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলা)  মোট ভোট কাষ্ট হয়েছে ৩৯৫ টি। এই ওয়ার্ডে মাহমুদা পারভীন (মাইক প্রতিক) ২১ ভোট পেয়ে জামানত হারান।
সংরক্ষিত ২নং ওয়ার্ডে (সদর, বিজয়নগর ও কসবা উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ৪৩৮টি। এই ওয়ার্ডে ফেরদুছ আক্তার (হরিণ প্রতিক) ৯ ভোট ও রোমানা আক্তার (টেবিল ঘড়ি প্রতিক) ২০ ভোট পেয়ে জামানত হারান।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা) মোট ভোট কাষ্ট হয়েছে ৫৪৭ টি। এই ওয়ার্ডে মাহমুদা আক্তার শিউলী (বই প্রতিক) ২৪ ভোট এবং মোছেনা বেগম ( দোয়াত কলম প্রতিক) ২৫ ভোট পেয়ে জামানত হারান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান বলেন, কোন প্রার্থী যদি বৈধ কাষ্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট যদি না পান তাহলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে মোট ৫৮জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা  করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২জন, জেলার ৯টি সাধারণ ওয়ার্ডে  ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩জন প্রতিদ্ব›িদ্বতা করেন।

শেয়ার করুন

Sorry, no post hare.