,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত মাদক বিরোধী অভিযান আশুগঞ্জে যুবদল সদস্য সচিবসহ গ্রেপ্তার-২ \ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টার ও পালকিতে চড়ে বরের বাড়ি আসলেন নববধূ আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ায় কৃষকদল নেতার সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী সাইদুর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপ ওয়ার্ম আপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Brahmanbaria wheel Chair Cricket pic 1 20.10.2022

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার টি-টোয়েন্টি এশিয়া কাপ ওয়ার্ম আপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় জেলা প্রশাসক বলেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যানে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়।

তাদের সহযোগিতায় সরকার সব সময় পাশে ছিল এবং থাকবে। অনুষ্ঠানে ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমূখ।

ওয়ার্ম আপ ম্যাচটি ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশন এ দল বনাম বি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে প্রথমে ব্যাট করতে নেমে বি দল ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে জবাবে এ দল ১৫ ওভারে ৬ উকটে হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের ফেব্রæয়ারিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য সেরা একাদশ বাছাইয়ের লক্ষ্যে এ ওয়ার্ম আপ ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াররা অংশ গ্রহন করেছেন।

 

শেয়ার করুন

Sorry, no post hare.