খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গত রোববার রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের সৈয়দ মোশারফ হোসেনের ছেলে সৈয়দ রাসেল-(৩৪), আখাউড়া পৌর এলাকার রফিক মিয়ার ছেলে হেলাল মিয়া-(২৭) ও শান্তিনগর এলাকার রমজান মিয়ার ছেলে মোঃ রায়হান-(২৫)।
গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদারের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্টেশনের আউটার এলাকায় ট্রেনের গতি কমিয়ে ওই তিন যুবক ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে টর্চলাইট ও ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।