,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত মাদক বিরোধী অভিযান আশুগঞ্জে যুবদল সদস্য সচিবসহ গ্রেপ্তার-২ \ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টার ও পালকিতে চড়ে বরের বাড়ি আসলেন নববধূ আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ায় কৃষকদল নেতার সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী সাইদুর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড শর্টগানের ৬৭টি কার্তুজসহ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তারুণ্যের উৎসবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব

নদীর তীর থেকে মাটি কাটা নিয়ে নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩০ \ আটক-৪

Brahmanbaria Pic 0003

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীর তীর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৪ দাঙ্গাবাজকে আটক করেছে।স্থানীয় সূত্র, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালনগর গ্রামের মেঘনা-বলভদ্র নদীর তীর থেকে মাটি কাটা নিয়ে গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মাসুক মিয়ার সাথে একই এলাকার রফিক মিয়ার প্রথমে কথাকাটাকাটি হয়।
পরে এনিয়ে উভয়ের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুপুর ১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। পরে থেমে থেমে প্রায় ৩ ঘন্টা সংঘর্ষ হয়। খবর পেয়ে উপজেলার চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে বিকেল ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে।

তিন ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের নাম ঠিকানা জানা যায়নি। আহতদের মধ্যে ১৬ জনকে ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন, সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

শেয়ার করুন

Sorry, no post hare.